ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘লাথি মার ভাঙরে তালা’ বলার সময় এসেছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
‘লাথি মার ভাঙরে তালা’ বলার সময় এসেছে ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গোটা দেশ একটি কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কারাগারকে ভেঙে ফেলতে হবে। কবি নজরুলের মতো আজ বলার সময় এসেছে ‘লাথি মার ভাঙরে তালা/যত সব বন্দিশালা।



সোমবার দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, ১৯৭৫ সালের মতো গণতন্ত্রের মুখোশ পরে বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করছে।

ফখরুল বলেন, সারা বাংলাদেশের বহু জায়গায় গুলি হয়েছে। অনেকে মারা গেছেন।

তিনি বলেন, আজ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। আমাদের স্বাধীনতা-সার্বভৌম রক্ষা করতে হলে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল না, সেটা ছিল তামাশা। ৭৩ সাল থেকে এখন পর্যন্ত এটা ছিলো সবচেয়ে কম ভোটের নির্বাচন।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র, ভোটের অধিকার চাই, আমাদের সেই অধিকার ফিরিয়ে দেন। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের বেঁচে থাকার অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

** নাটোরে সংঘর্ষে নিহত ২, মঙ্গলবার হরতাল
** নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।