ঢাকা: জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের একটি কর্মসূচিতে বক্তব্য রাখার পর সেখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ওই বক্তব্যের পরপরই জাতীয় প্রেসক্লাবে শুরু হয় উত্তেজনা।
বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ ঘটনাস্থল থেকে জানান, সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবার সোবহান চৌধুরীও ঘটনাস্থলে রয়েছেন। তিনি এই ঘটনার পর বলেন, সাংবাদিকদের একটি সমাবেশে বিএনপিপন্থিরা হামলা চালায়। তিনি এ জন্য তাদের নিন্দা জানান।
ঘটনাস্থল থেকে বাংলানিউজের স্টাফ নাজিম উদ্দিন খান লিয়ন জানান, মির্জা ফখরুল প্রেসক্লাবের বাইরে মিলনায়তনে একটি কর্মসূচিতে অংশ নিয়ে দ্রুতই ভেতরের একটি কক্ষে ঢুকে পড়েন।
বাংলাদেশ সময় ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫
** ‘লাথি মার ভাঙরে তালা’ বলার সময় এসেছে
** নাটোরে সংঘর্ষে নিহত ২, মঙ্গলবার হরতাল
** নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২