ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপি কর্মীদের ছুঁড়া পেট্রোল বোমায় সিদ্দিক (৩৫) নামের এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা শহরের জিলা স্কুল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এ বোমায় অটোরিকশা চালক সিদ্দিক অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় পুলিশের ছুঁড়া টিয়ারশেলে কমপক্ষে বিএনপির ১০ নেতাকর্মী আহত হন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচিকে ঘিরে সোমবার দুপুর থেকেই শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গণজমায়েত করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এ সমাবেশে যোগ দিতে আসে কালো পতাকা মিছিল।
যোগাযোগ করা হলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫/আপডেট ১৯৪৮ ঘণ্টা