ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর

ঢাকা: রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই লালমিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। তবে এখন পর্যন্ত কারা এ হামলা করেছে এবং কেন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ওই হাসপাতালের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাসপাতালটিতে হামলা চালিয়ে নিচতলায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।