ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যশোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, জানুয়ারি ৬, ২০১৫
যশোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান /ফাইল ফটো

যশোর: যশোরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম এ আদেশ দেন।



আদালত সূত্র মতে, ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করেন। মামলাটি তদন্তের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হককে নির্দেশ দেন বিচারক। তদন্ত শেষে ওসি ইনামুল হক অভিযোগটির সত্যতা রয়েছে জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিচারক অভিযোগটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, ১৫ ডিসেম্বর অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা নম্বর পি-৩৬৮/১৪।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।