ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সিলেট ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৮জানুয়ারি) রাত সাড়ে ৯টায় নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কে পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে দুবৃর্ত্তরা একটি ট্রাকে(সিলেট-ড-১১-১৭৬০) পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিলেট দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক বাংলানিউজকে জানান, কতিপয় উশৃঙ্খল যুবক ট্রাকে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকটি ডিজেল চালিত হওয়ায় ক্ষতি কম হয়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সিলেট বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) গৌসুল হোসেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।