ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার(৮ জানুয়ারি’২০১৫) রাত ১১টার দিকে তাকে তার বনানী ডিওএইচএস'র বাসা থেকে আটক করা হয়।
ডিএমপির গুলশান জোনের এসি নুরুল আলম বাংলানিউজকে বলেন, আমাদের থানা পুলিশ আটক করেনি, ডিবি পুলিশ আটক করে থাকতে পারে।
মহানগর ডিবি কার্যালয় সূত্র মতে, রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত ডিবি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫