জয়পুরহাট: জামায়াতের ডাকা দেশব্যাপী প্রথম দিনের হরতালে জয়পুরহাট শহরের বাটার মোড়ে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।
বুধবার সন্ধ্যায় ১০/১২জনের একটি দল ঝটিকা মিছিল থেকে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পথচারীরা ছোটাছুটি করতে থাকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪