ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে অর্ধশত গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
পলাশবাড়ীতে অর্ধশত গাড়ি ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী অর্ধশত গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকেই কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেছেন তারা।



বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত শুধু উপজেলা সদরের মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ভোর থেকে মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নিয়ে ঢিল ছুঁড়ে চলাচলরত বাস-ট্রাকে ভাঙচুর চালান অবরোধকারীরা।

দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পলাশবাড়ী ফিলিং স্টেশন থেকে মহেশপুরের ব্র্যাক মোড় পর্যন্ত কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই মহাসড়কের দু’পাশের গ্রামে আশ্রয় নেন তারা। এরপর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেই ফের মহাসড়কে এসে ভাঙচুর চালানো হয়েছে।

এছাড়া সকাল থেকেই মহাসড়কের জুনদহ ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল মোড় ও ঠুটিয়াপাকুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজ জানান, সকাল থেকে কয়েক দফায় তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়াসহ রাবার বুলেট ছোঁড়া হয়েছে। যেকোনো নাশকতা এড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহেশপুর এলাকায় ৩টি স্থানে ভাগ হয়ে সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।