ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে সাক্ষাতে জাসাস নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
খালেদার সঙ্গে সাক্ষাতে জাসাস নেতারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পদক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক কাজী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও বর্ষিয়ান নির্মাতা আমজাদ হোসেন।

বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকায় তারা তাকে দেখতে এসেছেন বলে জানা গেছে।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেন। মূলত বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পক্ষ থেকে ৬ সদস্যর প্রতিনিধি নিয়ে তারা আসলেও পুলিশ ওই তিনজনকে প্রবেশের অনুমতি দেয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।