ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চৌগাছায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
চৌগাছায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

যশোর: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ছুটিপুর বাস স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন ও আব্দুর রহমান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার স্থানীয় কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন ছিল।

কিন্তু এ সভা বানচাল করার উদ্দেশে বুধবার থেকে স্থানীয় এমপি মনিরুল ইসলাম মদদপুষ্ট কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দেয়। বিষয়টি আমি (এসএম হাবিব) নিজে থানার ওসিকে জানাই। তবুও তিনি গাফিলতি করে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে সিরাজুল ইসলামের মাথার সিটি স্ক্যান করতে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিটি স্ক্যান শেষে তাকে পুনরায় চৌগাছা হাসপাতালে নিয়ে আসা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবের সমর্থকদের নিয়ে দু’টি গ্রুপ রয়েছে। ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসএম হাবিবুর রহমান সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হলেও দীর্ঘ দেড় মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। যা নিয়ে দুই গ্রুপের কোন্দল প্রকাশ্যে রূপ নেয়।

এরই মধ্যে ০৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি এমপি মনিরুল ইসলামের বিরুদ্ধে চাকুরির নিয়োগে ঘুষ-দুর্নীতি, কাবিখা-টিআর লুটপাটসহ জামায়াত-বিএনপিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছিলেন। যা নিয়ে গত কয়েকদিন চৌগাছা আওয়ামী লীগের রাজনীতির মাঠ ছিল উত্তপ্ত। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষ হয়। আহতরা এমপি মনিরুল গ্রুপের নেতাকর্মী বলে জানা গেছে।    
           
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।