ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে সাড়ে ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
বেগমগঞ্জে সাড়ে ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশ সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ২১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে সাড়ে ৩ হাজার জনের বিরুদ্ধে হত্যা, পুলিশি কাজে বাধা ও দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ থানা উপ পরিদর্শক (এসআই) জিসান আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবরোধ চলাকালে বুধবার বিকেলে উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের দায়িত্ব কাজে বাধা দিয়ে নাশকতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করায় হত্যা, পুলিশি কাজে বাধা ও দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে ২ যুবদল কর্মী নিহত এবং ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এসময় অবরোধকারীরা হামলা চালিয়ে তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ পুলিশকে আহত ও পুলিশের ৩টিসহ ৫টি মোটর সাইকেল আগুনে জ্বালিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুনয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।