ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইবিতে মহাসড়ক অবরোধ করে শিবিরের বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
ইবিতে মহাসড়ক অবরোধ করে শিবিরের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি(কুষ্টিয়া): কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

এসময় ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল্লাহ’র নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিবির কর্মীরা মহাসড়ক অবরোধ করে কয়েক মিনিট ধরে বিক্ষোভ করতে থাকে।

এদিকে, দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা থাকলেও ২০ দলের অবরোধে কার্যত অচল ছিল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এছাড়া অবরোধের কারণে বাড়ি থেকে না আসতে পারায় ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একেবারেই কম।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।