ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহাজোটে দুর্নীতি ও দলবাজি চলবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মহাজোটে দুর্নীতি ও দলবাজি চলবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: মহাজোটে দুর্নীতি ও দলবাজি চলবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জাসদের সম্মেলন উপলক্ষে আয়োজিত  সমাবেশে এ মন্তব্য করেন তিনি।



ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম টিপু সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনটি পরিচালনা করেন জাসদ নেতা মনিরুজ্জামান মানিক।

মন্ত্রী বলেন, মহাজোটের ছাতার তলে থেকে কাউকে দলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশে আর কখনো সামরিক সরকার ও রাজাকারদের সরকার হতে দেওয়া হবে না। এমনকি খালেদা জিয়াও যদি রাজাকার ও জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করতে চায় তা শক্তভাবে প্রতিরোধ করা হবে।

মন্ত্রী আরও বলেন, হরতাল অবরোধের নামে নাশকতা, অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ড, আগুন দিয়ে মানুষ হত্যা কঠোরভাবে দমন করা হবে। ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীদের অশান্তি সৃষ্টি করতে দেব না। সাম্প্রদায়িকতার জঞ্জাল সাফ করে অসাম্প্রদায়িক চেতনা ও গনতন্ত্রকে সমুন্নত রাখবো।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জাসদের কেন্দ্রীয় সাধরণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আলহাজ মনোয়ার হোসেন, ওবাইদুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, ফজলুর রহমান খুররম, শামিম আক্তার বাবু, শফিউদ্দীন মোল্লা ও অরুণ ঘোষ।
   
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।