ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপির ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
রংপুরে বিএনপির ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

রংপুর: অবরোধের দ্বিতীয় দিন (বুধবার) রংপুরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।   এদের মধ্যে ৯জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।



কোতয়ালী থানার উপ-পরিদর্শক, মামলার বাদী সাইফুর রহমান বাংলানিউজকে জানান, অবরোধের দ্বিতীয় দিনে নগরীর বিএনপি কার্যালয়সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরন ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে বুধবার (০৭ জানুয়ারি) গভীর রাতে বিএনপির ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

এতে বিএনপির জেলা সভাপতি মোজফ্ফর হোসেন ও মহানগর সভাপতি এমদাদ ভরসা ক্ষোভ প্রকাশ করেছেন।  

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু বাংলানিউজকে বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই পুলিশ অতি উৎসাহী হয়ে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন দমন করতে মামলা দিয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।