ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে বিএনপি-আ.লীগপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
না.গঞ্জে বিএনপি-আ.লীগপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন করেছেন।

এতে উভয় পক্ষ একে অন্যকে দোষারোপ করে বক্তব্য দেয়।



এদিকে, বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যকার হাতাহাতির পর বৃহস্পতিবার উভয় গ্রুপ সমাবেশের ডাক দেয়। তবে দুইপক্ষই সমাবেশ করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশব্যাপী অবরোধের প্রতিবাদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

এতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে নিয়ে অযাচিত মন্তব্য ও কটুক্তি করে তাদের এ আদালত পাড়ায় সমাবেশ করতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত না তারা নিজেদের শুধরে নেবেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা, অ্যাডভোকেট মাহমুদা মালা, অ্যাডভোকেট মহসিন প্রমুখ।

অন্যদিকে, বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মানববন্ধন চলাকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এ সরকার মিথ্যাবাদী সরকার। এ সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। এ দেশের শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট হুমায়ূন কবির, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট মো. শিপলু, অ্যাডভোকেট খোরশেদসহ আরো অর্ধশতাধিক আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।