ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে পুলিশ পেটানো ৩ শিবিরকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রাজশাহীতে পুলিশ পেটানো ৩ শিবিরকর্মী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির ডাকা টানা অবরোধে মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজশাহীর মহানগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় পুলিশকে পিটিয়ে আহত করা তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার তিনজন হলেন, ইলিয়াস শেখ (৩৫), বাবা আব্দুস সামাদ শেখ, শামসুদ্দিন (৩৫) বাবা ইসমাইল হোসেন ও নিজাম উদ্দীন (৩৪), বাবা খোরশেদ ব্যাপারী।

এদের সবার বাড়ি আসাম কলোনি এলাকায়। ওই এলাকা থেকেই তারা গ্রেফতার হন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানানো হয়নি। দুপুরের আগেই তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হবে বলে বাংলানিউজকে জানান ৠাব-৫ এর সিনিয়র এসএসপি মীর্জা গোলাম সারওয়ার।

অপরদিকে, অবরোধ সমর্থনে নগরীতে শুক্রবার (০৯ জানুয়ারি) মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকাল সাড়ে নয়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে বের হওয়া মিছিলটি ভুবন মোহন পার্কে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন।
 
এছাড়া সকাল সাড়ে দশটার পর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাহ‍ারায় শুক্রবার ঢাকার উদ্দেশে কয়েকটি বাস রাজশাহী ছেড়েছে। রাজশাহী-নওগাঁ রুটেও বাস চলাচল করছে।
 
গত ৬ জানুয়ারি হরতাল ও অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা হয়। সকাল সোয়া দশটার দিকে মহানগরীর শালবাগান এলাকার পাশে আলিফ লাম মীম ভাটায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত হন শাহ মখদুম থানার পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম (৩৬) কং নম্বর ১৪১৬ ও আমজাদ (৩২) কং নম্বর ১৫৬০। আহত অপর দু’জন হলেন শাহ মখদুম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৩৫) ও কনস্টেবল জামাল (৩৪) কং নম্বর ১৫৮৯।

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই পুলিশ কনস্টেবলের মধ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আমজাদ হোসেনকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের মাথায় গুরুতর জখম রয়েছে। তার একটি হাতও ভেঙে গেছে। তাকে বর্তমানে ৮ নম্বর ওয়ার্ড থেকে অর্থোপেডিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে। তবে তারা দু’জনই আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫/আপডেট: ১২২৩ ঘণ্টা

** রাজশাহীতে পুলিশের ওপর হামলাকারীরা চিহ্নিত, গ্রেফতার ১
** রাজশাহীতে দুই পুলিশকে পেটালো শিবির (ভিডিও)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।