ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সন্ত্রাসের জবাব দেবে মুসলিম উম্মাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বিএনপির সন্ত্রাসের জবাব দেবে মুসলিম উম্মাহ ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তারা ধর্মের নামে রাজনীতি করে। বিশ্বের লাখো মুসলিমের সমাবেশ বিশ্ব ইজতেমায় সন্ত্রাস ও অরাজকতা করে মুসল্লিদের মনে আতঙ্ক তৈরি করছে।

এর জবাব মুসলিম উম্মাহ দেবে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও চলমান রাজনীতি’-শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, সন্ত্রাস দিয়ে আন্দোলন হয় না। আর আন্দোলনে যদি সন্ত্রাস ঢুকে যায় তবে তা ব্যর্থ হতে বাধ্য। তাই সন্ত্রাস অরাজকতার পথ পরিহার করে গণমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে জীবনে পাঠ্য বই পড়েছে কিনা সন্দেহ। অথচ সে কথা বলে ইতিহাস নিয়ে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়।

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দায়ে তারেক রহমানকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বৃটিশ সরকারের প্রতি দাবি জানান।

সভাপতির বক্তব্যে চিত্রনায়ক ফারুক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ৮০ শতাংশ আওয়ামী লীগ নেতাকর্মী মুখ ফিরিয়ে নিয়েছিলেন দল থেকে। সময় বুঝে তারা আবার ফিরে এসেছে। তারা যখন চারপাশে ঘুরঘুর করে তখন আমার খুব ভয় হয়।

সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কুয়েত শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জয়দেব নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।