ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির চরিত্রই লুকিয়ে থাকা: মায়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বিএনপির চরিত্রই লুকিয়ে থাকা: মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়‍া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: লুকিয়ে থাকাই বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়‍া।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।



মায়া বলেন, বিএনপির ভেতরে এখন ছিন্নভিন্ন অবস্থা। তাদের কথা ও কাজে মিল নেই। দলের মহাসচিব মামলার ভয়ে লুকিয়ে থাকেন। তাদের দলের নেতাদের চরিত্রই পালানো ও লুকানোর।

‘১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি স্থগিত ও ১২ তারিখ ঘোষণা প্রসঙ্গে’ এ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

বিশ্ব ইজতেমার সময় অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করায় খালেদা জিয়ার সমালোচনা করে মায়া বলেন, আওয়ামী লীগ বিশ্ব ইজতেমা সফল করার জন্য পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। ধর্মপ্রাণ মানুষ যেন ইজতেমায় আসতে না পারে, সেজন্য অবরোধ চালিয়ে যাচ্ছেন খালেদা জিয়া। এটা কোনো আস্তিকের কাজ হতে পারে না।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে  কোনো সংলাপ নয়, এদের এজেন্ডা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, চাপ দিয়ে খালেদা-তারেকের মামলা প্রত্যাহার করা। স্পষ্ঠ বলতে চাই, তাদের কোনো মামলা প্রত্যাহার করা হবে না। এময় তিনি মন্তব্য করেন, ‘যেমন কুকুর তেমন মুগুর’।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী লুৎফুর কবির রেনুর সভাপতিত্বে বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।