ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুরে ২০দলের বিক্ষোভ মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শেরপুরে ২০দলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): অবরোধের সমর্থনে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০দলের নেতাকর্মীরা।  

শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যাণ্ডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, জামায়াতের আমির মাওলানা মানছুরুর রহমান, পৌরসভার মেয়র বিএনপি নেতা স্বাধীন কুমার কুণ্ডু, বিএনপি নেতা বিএইচএম কামরুজ্জামান রাফু, হাসানুল মারুফ শিমুল, জামায়াত নেতা আফসার উদ্দিন আহমদ, কাজী আবুল কালাম, আব্দুল হক, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, শিবির নেতা মাসুদ রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।