ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৮ জনকে জিজ্ঞাসাবাদ

রাজশাহীতে পুলিশ পেটানো ৩ শিবিরকর্মীকে থানায় হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রাজশাহীতে পুলিশ পেটানো ৩ শিবিরকর্মীকে থানায় হস্তান্তর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় পুলিশকে পিটিয়ে আহত করা তিন শিবিরকর্মীকে গ্রেফতারের পর শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব-৫।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সোয়া ৪টার দিকে তাদের ৠাব-৫ এর সদর দফতর থেকে মহানগরীর শাহ মখদুম থানায় পাঠানো হয়।

ৠাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বাংলানিউজকে জানান, তারা থানায় পৌঁছেছে। এখন তাদের তিনজনকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শুক্রবার কোর্ট বন্ধ থাকায় সাত দিনের রিমান্ডের আবেদন দিয়ে সিডব্লিও (কাস্টডি ওয়ার্ডার) নিয়ে শনিবার (১০ জানুয়ারি) কারাগারে পাঠানো হবে।

শুক্রবার তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শাহ মখদুম থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, রিমান্ড মঞ্জুর হওয়া ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুরে কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ৮ জন হচ্ছেন- রবিউল ইসলাম (১৮), মাসুদ রানা (১৮), মোস্তাফিজুর রহমান (১৮), জনি (১৮), নায়ার আলী (৪২), রমজান আলী (২৬), সোহেল রানা (২০) এবং শাহীনুর ইসলাম (২০)।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পুলিশ পেটানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন- মহানগরীর আসাম কলোনি এলাকার আবদুস সামাদ শেখের ছেলে ইলিয়াস শেখ (৩৫), ইসমাইল হোসেনের ছেলে শামসুদ্দিন (৩৫) ও খোরশেদ ব্যাপারীর ছেলে নিজাম উদ্দীন (৩৪)। গোপন সংবাদের ভিত্তি ওই এলাকা থেকেই তাদের গ্রেফতার করে ৠাব।

৬ জানুয়ারি হরতাল ও অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা হয়। সকাল সোয়া ১০টার দিকে মহানগরীর শালবাগান এলাকার পাশে আলিফ লাম মীম ভাটায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন শাহ মখদুম থানার পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম (৩৬) ও আমজাদ হোসেন (৩২)। আহত অপর দু’জন হলেন শাহ মখদুম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৩৫) ও কনস্টেবল জামাল (৩৪) ।

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই পুলিশ কনস্টেবলের মধ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আমজাদ হোসেনকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের মাথায় গুরুতর জখম রয়েছে। তার একটি হাতও ভেঙে গেছে। তাকে বর্তমানে ৮ নম্বর ওয়ার্ড থেকে অর্থোপেডিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে। তবে তারা দু’জনই আশঙ্কামুক্ত।

** রাজশাহীতে পুলিশ পেটানো ৩ শিবিরকর্মী গ্রেফতার
** রাজশাহীতে পুলিশের ওপর হামলাকারীরা চিহ্নিত, গ্রেফতার ১
** রাজশাহীতে দুই পুলিশকে পেটালো শিবির (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।