ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদার বিএনপি অবৈধ, জিয়ার বিএনপি বৈধ’

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
‘খালেদার বিএনপি অবৈধ, জিয়ার বিএনপি বৈধ’ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি অবৈধ। খালেদা ও তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ ও দলের গঠনতন্ত্র থেকে দূরে সরে গেছে।


 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সাংবাদিক, গবেষক ও রাজনীতিক পরিচয় দিয়ে কামরুল হাসান নাসিম তার একক বক্তৃতায় এ সব কথা বলেন।

জিয়াউর রহমানের বিএনপিকে ফেরত এনে নবযাত্রার নয়া যুগের বিএনপির ঘোষণাও করেন তিনি।
 
কামরুল হাসান নাসিম বলেন, বিএনপি এক সময় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল। আজ এ দলটিকে অপশক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র পিতৃতান্ত্রিক হওয়ায় খালেদা ও তারেক রহমান দেশের লক্ষ-কোটি মানুষকে অপরাজনীতিতে ব্যবহার করছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের বিএনপিতে আজ ব্যক্তি রাজনীতি চর্চা হচ্ছে।
 
এখন রাষ্ট্র পরিবর্তনে বিএনপিকে মূল ধারায় ফিরিয়ে নেওয়ার সময় এসেছে উল্লেখ করে কামরুল হাসান দাবি করেন, ইমেজ সংকটের মধ্যে থাকা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শিগগিরিই নবযাত্রার আসল বিএনপিতে যোগ দেবেন। তারা দলের হাল ধরবেন।
 
খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বর্তমান বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, হামলা, ভাঙচুর জ্বালাও-পোড়াও করছে উল্লেখ করে নাসিম বলেন, এসব তাণ্ডব, সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় আসা যায় না।
 
টঙ্গীর তুরাগ নদের পাড়ে শুরু হওয়া বিশ্ব এজতেমা উপলক্ষে বিএনপির অবরোধ কর্মসূচি বন্ধ না করায় তিনি বলেন, ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিদের জড়ো করার চিন্তা থেকে এই অবরোধ স্থগিত করেননি খালেদা জিয়া।
 
অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী ৪১ সালের মধ্যে দেশেকে মধ্যআয়ের দেশ হিসেবে রূপান্তর করার দাবির বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ স্ববিরোধী অবস্থানে থেকে রাজনীতি করছে। বাংলাদেশে অসুস্থ প্রতিযোগিতার রাজনীতি হচ্ছে।
 
তিনি বলেন, জিয়াউর রহমান একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন যোগ্য ব্যবস্থাপক।

তিনি মাহাথিরের চেয়েও যোগ্য ব্যক্তি ছিলেন বলে নাসিম তার বক্তৃতায় উল্লেখ করেন।
 
কামরুল হাসান নাসিম বলেন, বিএনপি আজ রাজনৈতিক অপশক্তির দলে রূপান্তরিত হয়ে পড়েছে। এই অবস্থায় আজ শহীদ জিয়ার আদর্শের রাজনীতির করার সময় এসেছে। নতুন ধারায় এই রাজনীতিতে বর্তমান দলের তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যন্ত ৫/৭ জন ছাড়া সবাই তার দলে যোগদান করবেন বলেও দাবি করেন তিনি।
 
কামরুল হাসান দাবি করে বলেন, আমি শেখ হাসিনার টাকা খেয়ে বিএনপি করছি না। আমি শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করছি। খালেদা-তারেকের পেটুয়া বাহিনী দিয়ে জিয়াউর রহমানের বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
 
নবযাত্রার বিএনপিতে নিজেকে একজন ‘ওষুধওয়ালা’ দাবি করে কামরুল হাসান বলেন, আমি রাজনীতি নিয়ে গত দুই বছর গবেষণা করেছি। আমি দেখিয়ে দেবো কীভাবে জিয়াউর রহমানের আসল বিএনপিকে মানুষের কল্যাণের মাধ্যমে রাজনীতি চর্চা করা যায়।
 
নবযাত্রার বিএনপিতে কামরুল হাসান সামান্য সদস্য হতে চান উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে আমি আসল বিএনপির মুখপাত্র হিসেবে আছি।

একই সঙ্গে দলের নতুন পথ চলায় আগামী এক সপ্তাহের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
 
তিনি জানান, আগামী ১৪ জানুয়ারি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যম নবযাত্রার আসল বিএনপির রাজনীতির ঘোষণা করা হবে।
 
অনুষ্ঠানে সংবাদমাধ্যমের কর্মীরা ছাড়াও শতাধিক তরুণ উপস্থিত ছিলেন। তারা নতুন যাত্রার বিএনপির আদর্শে বিশ্বাসী বলে আয়োজকরা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।