ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবরোধ কাগজে-কলমে, বাস্তবে নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
অবরোধ কাগজে-কলমে, বাস্তবে নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: অবরোধ আছে শুধু মাত্র কাগজে-কলমে, বাস্তবে নেই। এ অবরোধ কেউ মানছেন না, আমরাই আছি রাজপথে।



শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পদ্মাপাড়ে দিনব্যাপী জাতীয় ঘুড়ি উৎসব উদ্বোধন শেষে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।

অবরোধ দিয়ে জাতীয় অগ্রগতি থামানো যাবে না মন্তব্য করে তিনি আরো বলেন, অবরোধ দিয়ে ঘুড়ি উৎসব ঠেকানো যায়নি।

এ সময় মন্ত্রীর আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জাতীয় ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান প্রমুখ।

শুক্রবার সারা দিন পদ্মাপাড়ে জাতীয় ঘুড়ি উৎসবে রকমারি ঘুড়ি উড়ানো হয়। সন্ধ্যায় ফানুস ও লাইটিং ঘুড়ি উড়ানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।