ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চকবাজারে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
চকবাজারে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর চকবাজারে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখার শিবির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়।



পূর্ব শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে অর্থ-সম্পাদক তোজাম্মেল হক, প্রচার সম্পাদক আবদুল কাদের, চকবাজার থানা শিবির সভাপতি হেলাল উদ্দীন, ঢাকা আলীয়া মাদ্রাসা শিবিরের সভাপতি রেদওয়ান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা দ্রুত কেটে পড়ে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।