ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুলাউড়ায় বাসে আগুন, অটোরিকশা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কুলাউড়ায় বাসে আগুন, অটোরিকশা ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা সিএনজি চালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে।



এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিন শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের নাম জানা যায়নি। তাদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছুলে অবরোধকারীরা তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর ইট-পাটকেল ছুড়ে তিনটি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।