ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ধুনটে বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে অবরোধকারীদের হামালায় চার পুলিশ সদস্য আহত, সরকারি কাজে বাধা প্রদান ও নাশকতার চেষ্টার অভিযোগে শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে ধুনট থানায় মামলাটি দায়ের করা হয়।



এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াত মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, গুলিবর্ষন ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় অবরোধকারীদের হামলায় পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন (২৫), জাহাঙ্গীর আলম (৩০), আব্দুল মমিন (২৩) ও ফরিদুল ইসলাম (২৪) আহত হন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ মামলার ৩০০ আসামির মধ্যে ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা। মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।