ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বঙ্গবন্ধুকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে সমাবেশ ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১০ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি লন্ডনে বসে তারেক রহমান জাতির পিতাকে নিয়ে কটূক্তি করায় তাকে ধরে এনে শাস্তির দাবি জানান।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিভিন্ন উন্নয়ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন খালেদা জিয়া হরতাল-অবরোধ ডেকে উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। বাংলাদেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশির দ্বারস্থ হচ্ছেন।

বিদেশিরাও যখন ফিরিয়ে দিচ্ছেন, তখন তাদের স্বাক্ষর জাল করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বিএনপি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রাজপথে থেকে আওয়ামী লীগ মোকাবেলা করবে।

সংগঠনের সভাপতি হুমায়ূন কবীরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ জলিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সংগঠনের উপ দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।