ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
লালমনিরহাটে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে রোববার (১১ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।



শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বাবলা বলেন, শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। সেই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মামলা প্রত্যাহার ও দলের চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সরকার, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আরা রুজি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমানারা শাপলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।