ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে জামায়াত ও শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রংপুরে জামায়াত ও শিবির নেতা গ্রেফতার

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াত নেতা শাহ হাফিজুর রহমান ও শিবির নেতা এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহ হাফিজুর রহমান হলেন জামায়াতের প্রচার সম্পাদক ও লতিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সূরা সদস্য।



শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গড়ের মাঠ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

জামায়াত ও শিবিরের এই দুই নেতাকে গ্রেফতারের পর নাশকতার আশংকায় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে রা্যবের টহল।

এ বিষয়ে রংপুরের মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই নেতাকেই জিজ্ঞাবাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, জামায়াত নেতা শাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, সরকারি গাছ কাটা, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাঁধাদান, নির্বাচনের সময় স্কুলে অগ্নি সংযোগসহ একাধিক মামলা রয়েছে এবং শিবির নেতা এমদাদের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মামলা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।