ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: দলীয় কার্যালয় ভাঙচুর, বিএনপির মিছিলে পুলিশ-ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০দলীয় জোট।

জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে।

এছাড়া পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় ২০দলীয় জোটের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের হয়ে শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।