ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রোববার দাগনভূইয়ায় সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রোববার দাগনভূইয়ায় সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর দাগনভূইয়ায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।



প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও সারাদেশে নেতাকর্মীদের আটকের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দাগনভূইয়া উপজেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।