ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া উন্নতির পথে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খালেদা জিয়া উন্নতির পথে বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নতির পথে বড় বাধা খালেদা জিয়া, রাজাকার আর জঙ্গিরা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



ইনু বলেন, খালেদা জিয়া বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার মধ্য দিয়ে ও শিশুদের জেএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি একদিকে নিজেকে অস্থির, অন্যদিকে দেশের হঠকারী রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।

বেগম জিয়া হঠকারী, নাশকতা এবং রাজাকারদের সঙ্গে দোস্তির রাজনীতি বন্ধ করবেন, পরিহার করবেন এবং গণতন্ত্রের পথে ফিরে আসবেন এটাই আমাদের ক‍াম্য বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আজ আমরা একটা সংকটের মধ্যে আছি। সংকট পার করার জন্য দেশের মানুষের কি করা উচিত, ১৪ দলের কি করা উচিত, জাসদের কি করা উচিত তা আমাদের ঠিক করতে হবে।

এর আগে বেলা ১১টায় শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে মন্ত্রী জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের করেন। সম্মেলনের উদ্বোধন করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আহমেদ নিজাম মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি সংসদ সদস্য শিরীন আখতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মুনিরুল হক।

সম্মেলেনে সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।