ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: অবরোধে সমর্থনে ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরের মোহাম্মদপুর পযেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



মিছিলটি শহরের ষোলঘরস্থ ফায়ার সার্ভিস কার্যালয় এলাকা ঘুরে পুনরায় শহরের বিলপাড় পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জুনাব আলী, বিএনপি নেতা আ ত ম মিসবাহ, কামরুল হাসান চৌধুরী, মোমেন চৌধুরী, আমিনুর রশিদ অমিন, বিএনপি নেতা আব্দুল মজিদ, নূরুল আমিন, দোয়ারা বাজার উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুণ অর রশিদ, এখলাছুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, সুনামগঞ্জ পৌর বিএনপি নেতা জরিল আহমদ, মতিউর রহমান, মাহমদ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ময়না মিয়া, জেলা ছাত্রদল নেতা জালাল আহমদ, বাবুল মিয়া, মাহমুদুর রহমান, জেলা শ্রমিক দল নেতা নজরুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।