ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতালে ২০ দলের বিচ্ছিন্ন পিকেটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বগুড়ায় হরতালে ২০ দলের বিচ্ছিন্ন পিকেটিং

বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলের ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং চলছে। দুপুর সোয়া একটা পর্যন্ত জেলা বিএনপির শীর্ষ নেতাদের শহরে দেখা না গেলেও যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ২০ দলীয় নেতারা সড়কে পিকেটিং কার্যক্রম চালিয়েছেন।



রোববার (১১ জানুয়ারি) দুপুর সোয়া একটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে জেলা সদরের সাবগ্রাম বাইপাস, উপশহর, চারমাথা ও মেডিকেল কলেজ রোড এবং শহরের শেরপুর রোড কলোনি, ঠনঠনিয়া, খান্দারসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছেন হরতালকারীরা। এ সময় কয়েকটি স্থানে সড়কে বালু ও ইটের গুঁড়ার বস্তা ফেলে সড়ক অবরোধ করাসহ বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে কমপক্ষে ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটান তারা। তবে পুলিশি তৎপরতার কারণে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বগুড়া রেলওয়ে পুলিশের(জিআরপি) ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) বিমল কুমার বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাত দেড়টার দিকে জেলা সদরের ছাতিয়ান এলাকায় রেললাইনে কেটে ও প্যান্ডেল ক্লিপ খুলে দেন ২০ দলীয় জোট সমর্থকরা। রোববার ভোর সোয়া ৬টার দিকে ত্রুটিপূর্ণ লাইনটি চলাচলের উপযোগী করা হয়েছে।

এদিকে, হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত থাকলেও নিরাপত্তাজনিত কারণে প্রধান গেট বন্ধ রেখে সীমিত আকারে লেনদেন কার্যক্রম চালাচ্ছেন তারা। দূরপাল্লার গাড়ি শহর ছেড়ে যায়নি, চলাচল করেনি যাত্রীবাহী থ্রি হুইলার বা অন্যান্য ব্যক্তিগত যানবাহনগুলোও।   

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার(সদর) গাজিউর রহমান এবং বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পুলিশি টহল জোরদার থাকায় হরতালকারীরা তেমন সুবিধা করে উঠতে পারছেন না।   

অবরোধ চলাকালে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক বার্তায় বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বাংলানিউজকে জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ১১ জানুয়ারি (রোববার) সকাল ৬টা থেকে ১২ জানুয়ারি (সোমবার) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল ডেকেছে স্থানীয় ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা,  জানুয়ারি  ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।