ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দাগনভুঞায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দাগনভুঞায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ও দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ফেনীর দাগনভুঞা উপজেলায় যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে  পালিত হচ্ছে।

রোববার ভোর থেকেই উপজেলা শহরের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকিশা, টেম্পুসহ হালকা যান চলাচল করছে।

তবে বন্ধ রয়েছে শহর থেকে দুরপাল্লার বাস চলাচল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা শহরের বাজারগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে শুরু করেছে।

এদিকে, ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা এলাকার বিভিন্ন স্থানে পিকেটাররা অবস্থান নিলেও পুলিশের কড়া নজরদারির কারণে কোনো পিকেটিং করতে পারেনি ‍তারা।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে জানান, হরতালকে কেন্দ্র করে পুরো উপজেলা অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।