ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোমবার গাজীপুরে ২০ দলের হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সোমবার গাজীপুরে ২০ দলের হরতাল

গাজীপুর: বিএনপি চেয়ারপার্সনকে ‘অবরুদ্ধ’ করা ও মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

রোববার (১১ জানুয়ারি)  সকাল ৯টা ৫৮ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সভাপতি এ কে এম ফজলুল হক মিলন মুঠোফোনে সাংবাদিকদের এ খবর জানান।



অবরোধের উপর হরতাল দেওয়া হলে বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরা মুসল্লিদের দুর্ভোগ চরমে পৌঁছুবে  কিনা না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইস্তেমার মুসল্লিরা আজই বাড়ি ফিরে যাবে। হরতালের কারণে তাদের সমস্যা হবে না।

বাংলাদেশদ সময়: ১০৪৮ জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।