ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মঠবাড়িয়ায় ট্রাকে আগুন ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।



বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মাছ নিয়ে একটি ট্রাকে বরগুনার পাথরঘাটা যাচ্ছিল। পথে টিকিকাটা গ্রামের গাজী বাড়ি এলাকায় পৌঁছুলে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় অবরোধকারীরা।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, এ ঘটনায় ট্রাকের চালক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আটক মনির ওই গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।