ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চার ইস্যুতে ফের কঠোর অবস্থানে শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
চার ইস্যুতে ফের কঠোর অবস্থানে শামীম ওসমান শামীম ওসমান

নারায়ণগঞ্জ: সারাদেশে অবরোধের নামে নাশকতা, যানবাহনে আগুন ও মানুষ পুড়িয়ে মারার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে এ ধরনের ঘৃণ্য রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, এটা কোনো সভ্য রাজনীতি হতে পারে না।



শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস, মাদক, দস্যু ও ইভটিজারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ চার ইস্যুতে আমি কঠোর অবস্থানে থাকবো। যদি আমার নাম ব্যবহার করেও কেউ এসব কাজে লিপ্ত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। একটি পরিবার, এলাকা ও সমাজকে ধংস করতে হলে মাদকই যথেষ্ট। একটি সমাজকে কলুষিত করে ইভটিজিং। যদি কোনো এলাকাতে আমার নাম ব্যবহার করে দস্যুতা কর‍া হয় সেদিকেও কঠোরতা থাকবে।

শামীম ওসমান আরো বলেন, বিএনপি জামায়াত যা শুরু করেছে তা সহনীয় নয়। ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা কোনো রাজনীতিতে পড়ে না। বিএনপির যারা ভালো নেতা আছে তাদের অনুরোধ করবো আপনারা এসব রাজনীতিকে পরিহার করতে উদ্যোগ নিন।

সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল, রিপন, নজরুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।