ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর, আহত ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় চালক ও দুই যাত্রীকে মারধর করা হয়েছে।



শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-অটোরিকশা চালক রঘুনাথপুর গ্রামের আজাদ রহমান, যাত্রী একই গ্রামের সরোয়ার হোসেন ও সারটিয়া গ্রামের আব্দুর রশিদ। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিএনজি চালক আজাদ রহমান সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে যাত্রী নিয়ে রঘুনাথপুর যাচ্ছিলেন। পথে শিয়ালকোল বাজারে পৌঁছুলে দুর্বত্তরা অটোরিকশা ভাঙচুর করে ও চালকসহ যাত্রীদের মারধর করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চোরগোপ্তা হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।