ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কমলনগরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
কমলনগরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মো. সোহেল (২৪) নামে  যুবলীগের স্থানীয় এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার সিএনজি চালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।



শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের বলিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহেল চরমার্টিন গ্রামের সুলতান আহাম্মদের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, য‍ুবলীগ কর্মী সোহেল সিএনজি নিয়ে মতিরহাট থেকে তোরাবগঞ্জ ফিরছিলেন। পথে বলিরপুল এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশাটি ভাঙচুর করে এবং সোহেলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।