ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফার্মগেট-উত্তরায় শিবিরের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফার্মগেট-উত্তরায় শিবিরের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধ সমর্থনে রাজধানীর ফার্মগেট ও উত্তরায় মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় মহানগরী অর্থসম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে উত্তরার উত্তরখান এলাকায় মিছিল করে শিবির ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর ও উত্তরখান থানা।



এ সময় মিছিলে উত্তরখান থানা সভাপতি কেরামত আলী, বিমানবন্দর থানা সভাপতি জাকেরুল ইসলমাসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রায় একই সময় রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও ও তেজগাঁও কলেজ শাখা।

মহানগরী উত্তরের কলেজ কার্যক্রম সম্পাদক আলী আহসানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী ফাউন্ডেশন সম্পাদক মাইনুল ইসলাম, তেজগাঁও থানা সভাপতি হাসান আল বান্না, তেজগাঁও কলেজ সভাপতি আসাদুজ্জামান হায়দারসহ অন্যরা।

দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।