ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফরিদপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: তিন দফা দাবিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) ফরিদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে মাঠে নেই বিএনপি। তবে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবুর নেতৃত্বে শহরে হরতালবিরোধী মিছিল হয়েছে।



শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, মো.আবুল বাতিন, নুর ইসলাম মোল্লা, ফাহাদ বিন ওয়াজেদ ফাইন প্রমুখ।

এদিকে, বিএনপির ডাকা হরতালে ফরিদপুরের রাজপথে কোনো প্রভাব পড়েনি। হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিং হয়নি। ব্যবসা-প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ জেলার সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।