ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাবি এলাকায় অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ঢাবি এলাকায় অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মিছিল করেছে ছাত্রদল। তবে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।



শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি চানখারপুল মোড় থেকে শুরু হয়ে দোয়েল চত্বরের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়।

এতে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা রজিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা- মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, সাঈফুজ্জামান, নাজমুল ইসলাম, শফিক, আক্তারুজ্জামান, সজীব, হারুনুজ্জামান, শামীম, রন্জু, হাসান, শিমুল, সজীব (এফ আর) রাজু, প্রিন্স, আহসানুল হক মিঠু (জবি) আখতার, ঢাকা কলেজ ছাত্রনেতা আশিক, আব্দুল্লাহ, অভি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।