ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন হবে দাবি মিলনের

আনোয়ার হোসেন মামুন, কাতার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন হবে দাবি মিলনের

কাতার: ১৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে আবারও দাবি করলেন কাতার সফররত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা আয়োজিত জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এমন দাবি করেন তিনি।



ধানসিঁড়ি বিএনপি কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও সহ সভাপতি ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মুনাজাত করেন মওলানা নুরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক সাজু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, সহ সভাপতি মুকবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার ছোটন, কমল পরিষদের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল সাধারণ সম্পাদক জামিল আলম মীর, তছলিম ভুইয়া, রেজাউল করিম রেজু প্রমুখ।

এর আগে ০১ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে এহসানুল হক মিলন দাবি করেছিলেন, ২০১৫ সালের মার্চের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

** মার্চের মধ্যে সরকারের পতন হবে-মিলন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।