ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে ২০ দলের ঢিলেঢালা হরতাল, আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
চাঁদপুরে ২০ দলের ঢিলেঢালা হরতাল, আটক ১২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা শনিবারের (২৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।



সকাল থেকে জোট নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না। এছাড়া কোথাও কোনো মিছিল, মিটিং বা পিকেটিংয়েরও খবর পাওয়া যায়নি।

হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের হালকা যান চলাচল করছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।

এদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বাংলানিউজকে জানান, হরতালে নাশকতার পরিকল্পনাকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে রয়েছে বলেও জানান এসপি।

টানা অবরোধ চলাকালে ২০ দলীয় জোট নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশের করা ৩০ মামলার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।