ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীর পণ্যবাহী ট্রাক ঢাকায় যেতে বাধা দেওয়ার নির্দেশ মিনুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাজশাহীর পণ্যবাহী ট্রাক ঢাকায় যেতে বাধা দেওয়ার নির্দেশ মিনুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী থেকে পণ্যবাহী কোন ট্রাক যেন রাজধানী ঢাকায় ঢুকতে না পারে, সেজন্য বিভাগের তিনটি পয়েন্টে কঠোর অবরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব ও ২০ দলীয় জোটের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনু।

শনিবার (১০ জানুয়ারি) অবরোধের পঞ্চম দিনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন।


 
রাজশাহী ও উত্তরাঞ্চল থেকে ঢাকায় যেন পণ্য পৌঁছাতে না পারে, সে জন্য চাঁপাইনবাবগঞ্জের কানসাট, রাজশাহীর পুঠিয়ার থানার বানেশ্বর এবং যমুনা সেতুর পশ্চিম পাশে কঠোর অবরোধ গড়ে তোলার নির্দেশ দেন মিনু।
 
গত দুইদিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঁচামালসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পুলিশ, র‌্যাব ও বিজিবির বিশেষ নিরাপত্তায় ঢাকায় পৌঁছেছে। এর ভিত্তিতেই মিনু এ নির্দেশ দেন।

ঢাকা অচল করতে না পারলে সরকারের টনক নড়বে না উল্লেখ করে মিনু বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছানো বন্ধ করলেই ঢাকা অচল হয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের রাজনীতিতে বিশ্বাস করে না।

এর আগে সকালে মহানগরীর কাদিরগঞ্জ থেকে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মালোপাড়া হয়ে ভুবনমোহন পার্কে গিয়ে শেষ হয়। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরইভর্তি একটি ট্রাকে আগুন দেন অবরোধকারীরা।

শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের কাশিমপুর এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. ফরহাদ হোসেন বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১৬-১১০৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে অবরোধকারী লাঠিসোটা নিয়ে গতিরোধ করে ট্রাকে আগুন দেন।

এ সময় চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই আগুনে ট্রাকটি পুড়ে যায় এবং বরইগুলো নষ্ট হয়ে যায়। ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক আবদুল কাইউম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।