ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার গুলশান কার্যালয়ে ইলিয়াস আলীর স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খালেদার গুলশান কার্যালয়ে ইলিয়াস আলীর স্ত্রী ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। তার  সঙ্গে রয়েছেন তার ছেলে ও মেয়ে।



শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৫টা ২৩ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

এর আগে বেলা ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন জজ কোর্টের অ্যাডভোকেট আকলিমা আক্তার ও লিপি আক্তার।

তারা খালেদা জিয়ার জন্য শীতের পিঠা নিয়ে আসেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করার ঘোষণা দেওয়া ৪ জানুয়ারি বিকেল থেকে গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখ‍া হয়ে বলে দল থেকে অভিযোগ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।