ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবরোধকারীদের ধাওয়ায় আহত শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অবরোধকারীদের ধাওয়ায় আহত শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধকারীদের ধাওয়ায় অটোরিকশা উল্টে আহত স্কুল শিক্ষক আলতাফ হোসেন (৪৭) মারা গেছেন।  

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।



এর আগে শুক্রবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার গ্রামীণ ব্যাংক এলাকায় অবরোধকারীদের হামলার শিকার হন তিনি।

আলতাফ হোসেন পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের বাসিন্দা।

মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সরকার সুজা বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে পলাশবাড়ী উপজেলা শহর থেকে ব্যাটারি চালিত অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন আলতাফ হোসেন।

পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার গ্রামীণ ব্যাংক এলাকায় ১০-১২ জন একদল অবরোধকারী অটোবাইকটিকে ধাওয়া করে। এ সময় অটোবাইকটি রাস্তার পাশে উল্টে যায়।   এতে ওই শিক্ষকসহ অটোবাইকে থাকা আরও ৪ জন যাত্রীসহ আহত হন।

স্থানীয়রা আলতাফ হোসেনকে উদ্ধার করে আশঙ্কাজনক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।