ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীর চিটাগাং রোডে যাত্রীবাহী বাসে আগুন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাজধানীর চিটাগাং রোডে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর চিটাগাং রোডে আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর  পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কয়েকজন অবরোধকারী যাত্রীবাহী বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আগুন দেওয়ার পর তাড়াহুড়ো করে যাত্রীরা বাস নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি বিকেলে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।