ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন

সিনিয়র স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও ও মালিবাগ চৌধুরীপাড়া, নতুনবাজার ও ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর পৃথক স্থানে বাসগুলোতে আগুন দেওয়া হয়।



তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর  পাওয়া যায়নি।

বাংলানিউজকে আগুনের বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা।

রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ সংলগ্ন রাস্তায় তরঙ্গ পরিবহণের একটি বাসে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন দেয় অবরোধকারী।

এদিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে ও মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী আসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

আগুন দেওয়ার পর তাড়াহুড়ো করে যাত্রীরা বাস নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।  

শনিবার দিবাগত রাত ৮টার দিকে মানিকগঞ্জগামী জনসেবা পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মহাসড়কের সূতিপাড়া এলাকায় পৌছালে কয়েকজন তরুণ যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রায় আধাঘণ্টা পর ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, তারা খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
এদিকে রাজধানীর নতুন বাজারে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছেন অবরোধকারীরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি বিকেলে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন খালেদা জিয়া।

** কাকরাইলে কাভার্ড ভ্যানে আগুন
** পীরজঙ্গি মাজারে অর্ধ ডজন ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫/আপডেট ২১৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।